তবে কী ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি ভেস্তে দিতে চাইছে রাশিয়া?
রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র শনিবার ওদেসা বন্দরে আঘাত হেনেছে। আরও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি।
ইউক্রেইন থেকে শস্য রপ্তানির সুযোগ করে দিতে একটি চুক্তি সই করার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির অন্যতম প্রধান সমুদ্র বন্দর ওদেসাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেইনের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ‘রাশিয়ার ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র ওদেসা বন্দরে আঘাত হানে’।
ইউক্রেইনের বিমানবাহিনীর প্রধান ক্ষোভের সঙ্গে বলেন, বন্দরে শস্য রাখার গুদামগুলোকে ইচ্ছা করে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
শুক্রবার কিইভ-মস্কো যে চুক্তি সই করে সেখানে শস্যের চালান পাঠানোর কাজ যখন চলবে তখন বন্দরে হামলা না চালানোর বিষয়ে রাশিয়া রাজি হয়।
রাশিয়া এবং ইউক্রেইনের সঙ্গে তুরস্ক ও জাতিসংঘ ওই চুক্তিতে সই করেছে।
অথচ চুক্তি সইয়ের পর ২৪ ঘণ্টা না পেরুতেই ওদেসা বন্দর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো।