পর্যটন উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পেলেন ড. সন্তোষ কুমার দেব
দেশের এভিয়েশন ও পর্যটন খাতে অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর ১০ বছর পূর্তির উৎসবে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় আরও ১৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এটিজেএফবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে স্মার্ট ট্যুরিজমকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের জন্য অনবদ্য অবদান রাখছে সাংবাদিকরা। অভ্যন্তরীণ পর্যটনকে সামনে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক পর্যটন আকর্ষণের জন্য অন্যতম একটি ভূমিকা পালন করছেন সাংবাদিক বন্ধুরা। তাদের এই প্রচারণার মধ্য দিয়ে দেশের পর্যটন ব্যাপক প্রসার লাভ করছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি পর্যটন শিল্প দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য এক অনবদ্য অবদান রাখছে। করোনা পরবর্তী যে পাঁচটি শিল্পকে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চিহ্নিত করা হয়েছে তার মধ্যে পর্যটন উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, এটিজেএফবি-এর সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজসহ দেশি-বিদেশি এয়ারলাইনসের প্রতিনিধি, ট্যুর অপারেট সংগঠনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।